Tuesday, September 29, 2015
শিল্পীর
কাজের মধ্যে বিশেষ কোন ধরণের কাজ সম্পর্কে দর্শক ও অপর শিল্পীদের আগ্রহ
থাকে ? সেটি হল 'আত্মপ্রতিকৃতি' নির্মাণ। এইখানে শিল্পী নিজেকে ভাঙেন,
সরলীকরণ করেন, বিমূর্ততায় রূপান্তর করেন আবার সঠিক অর্থে নিজেকে অনুসন্ধানও
করেন। বোঞ্জে করা এই কাজটিতে লক্ষ্য করলে আমরা দেখি এক এমন ব্যক্তিকে যার
চুলের গঠন বাহারি, আধুনিক ঢং-এ। চোখের গঠনও রোমান্টিকতার আভাস দেয়। কিন্তু
কাঁধের নির্মাণ আর দাড়ি-গোঁফ সমৃদ্ধ দৃঢ়বদ্ধ চোয়াল এবং কপালের গঠন আমাদের
সঙ্গে পরিচয় করিয়ে দেয় এক শক্তিশালী ভাস্করকে।
একধরণের ভক্তিসাধক আমরা আমাদের চারপাশে দেখতে পাই, এরা বাউল সম্প্রদায়ভুক্ত নন, গেরুয়া পোশাক ধারণ করেন হাতে একতারা একমনে
গেয়ে চলেন 'হরে কৃষ্ণ'। আমরা এদের বৈষ্ঠম বলে চিনি। ছবিতে দেখি বৈষ্ঠমটি একমনে নামগানে বিভোর, দেওয়ালে উৎকীর্ণ
নাম। অ্যাক্রিলিকে সৃষ্ট এই ছবিটি শিল্পীর ভাবরসের আভাস দেয়।
এই ভাস্কর্যের শিরোনাম হওয়া উচিত "মূর্ছনা" ... প্রখ্যাত মার্গ
সঙ্গীতজ্ঞ সিদ্ধেশ্বরী দেবীর প্রতিকৃতি এটি... বিশদ বিবরণ নিষ্প্রয়োজন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment