Tuesday, September 29, 2015
শ্রেণির দু-চাকা মাংস (১ম পর্ব)
১
প্রকৃতি ইন্টার্ন, দেখবো
আরেকবার
শালপাতা ছোটো মনে হবে
উত্তেজনা
এতো তরবারি
পুস্তক চৌচির, রোজগেরে,
ভাড়া থেকে
রান্না থেকে কলহের আমন্ত্রণ পাই
প্রকাশ্য, আদুর, নলকূপ
দেখবো শর্করাশ্রেণি
পিপীলিকা এবং নিষ্ফল
২
বন্ধুর বাইশ কোপ, টুকরো
আনাজপাতি নার্সিং করি
রজনি নামের রাত, শয্যা টিউশন
যদি আজই হয়
ত্রাণ হয়, নৌকো হয়
ডিম ভেঙে ভোরের মিটিং,
অসভ্যতা ততক্ষণে মশারি তোলেনি
Subscribe to:
Post Comments (Atom)
যাচ্ছেতাই হয়েছে ... <3
ReplyDelete