Tuesday, September 29, 2015
শিস
ঘড়ি না পরলেও তোমার ওইসব হবে
মোম হবে,
সমুদ্র ঝাঁকাবে
বন্ধু কোনো শব্দই না অপেক্ষা ছাড়া
অ্যাক্সিডেন্টের ঘ্রাণ তোমার
সেন্টের চেয়েও লাজুক
তোর কানের থেকেও দেয়াল গড়াচ্ছে হিমে
এই যে চুপ আপনি কান্না বাজাচ্ছেন
বাচ্চারা ভয় পাচ্ছে
আর কেউ কেউ সেরে উঠছে,
শিস দিচ্ছে
বল
বল ভেবে খেলতে যাচ্ছে হাত,
গুড়ুম
আঙুল কাঁপছে স্তন ভেবে,
মর্মর
তিরিশ বছরের ডাস্টবিন পচতে পচতে
আবার রজঃস্বলা ...ভাদ্রঘ্রাণ
ভুল করে ফেলে রাখা আধখাওয়া দুপুর
ইচ্ছে করে লুকিয়ে রাখা ফোঁপানি
এসবের ওপরে ভনভন করছে কাক ...উড়ছে
ফড়িং
শিরোনামে উঠে আসা বিস্ফোরণের খবর,
সত্যি নয়। বিশ্বাস করো। সত্যি
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment