Tuesday, September 29, 2015
দুগ্ধপোষ্য এই শিশুটি যখন শিল্পীর বাড়িতে সদস্যপদ পায় তখনই নামকরণ করা হয়েছিলো
'ছোটু'। দীর্ঘদিন ছিলো শিল্পী পরিবারের অঙ্গ হিসাবে, সম্প্রতি পরলোকে গমন করেছে, রেখে গেছে ঘরভর্তি স্মৃতি। মৃত্যু আমাদের নিয়ে
যায় অন্য এক না দেখা প্রান্তরে। শিল্পী
তাই এখানে অ্যাক্রিলিক রঙে ধরতে চেয়েছেন মৃত্যুর ধূসরতাকে।
শিল্পীমহলে আক্ষরিক অর্থে রসিক বলে পরিচিত চিত্রশিল্পী পরিতোষ সেন মহাশয়
আত্মপ্রতিকৃতি এঁকেছেন প্রচুর ... এইরকম একজন শিল্পীকে ব্রোঞ্জে রূপান্তর করা
চ্যালেঞ্জ বিশেষ। এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন ভাস্কর তারক গড়াই মহাশয়। মোটা জুলফি, থুতনি অথবা ভ্রুর ভাঁজে পাই রসের মজা অথচ চোখদুটিতে ফুটে
উঠেছে এক আবেগ সমৃদ্ধ ভাবুক।
আদিবাসী মাকে বাহন বানিয়ে তাতে চড়ে বসেছেযমজ দুই সন্তান। প্রথমজন আঁকড়ে ধরেছে
মায়ের চুল এবং মাথা সংলগ্ন অংশ আর পিছনের জন নিশ্চিন্তে প্রথমজনকে জড়িয়ে আছে পরম
নির্ভয়ে। আদিবাসীদের সহজ সরল পরিমিত জীবনবোধ অতি সহজেই ফুটে উঠেছে শিল্পীর
ট্রাইবাল সিরিজের এই ব্রোঞ্জের ভাস্কর্যে।
একটি সরল সাদা বালিকার রূপনির্মান ... অ্যাক্রিলিকে আঁকা এই ছবিটি এতটাই সরল
যে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না এখানে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment