Tuesday, September 29, 2015
আয়না ও জলছবি
১.
দিনের শেষে সবাইকে নিজের সামনে
দাঁড়াতে হয়
কারণ জীবনের প্রাথমিক শর্তগুলি
প্রতিফলনের সূত্র মানেনা
যে পৃথিবী নতুন পৃথিবীর স্বপ্ন দেখে
সেখানে কোথাও শহর নেই
আততায়ীরা সাইবার হচ্ছে জেনেও
একই হারে গলতে থাকে বরফ
ক্ষতস্থানে জন্ম নেওয়া চারাগাছটি
বিশ্বাস করে আর্কিমিডিসকে
শূন্যের মধ্যে শূন্য ছাড়া
কোনো কিছুই সম্পূর্ণ বা আংশিক ভাবে
নিমজ্জিত হোতে পারেনা
২.
নীরবতাকে বাইপাস করলে
শুকনো খেজুর খোঁজে সূর্যাস্ত
একটা ঠ্যাং ভাঙা কুকুর
হাঁ করে তাকায়
হাঁপায়
কয়েক ফোঁটা বৃষ্টির জল
মনে করিয়ে দেয় অক্ষমতা...
৩.
সবকিছুর ব্যতিক্রম থাকে
যেমন শব্দের কলারটিউন
এখানে ভালোবাসা মিশে থাকে বিষের মতো
স্বপ্নের মধ্যে ঝা চকচকে ফ্ল্যাটবাড়ি
ক্রমশ প্রত্যাশা বাড়িয়ে,
নিভে যায় মাইক্রোচিপের রাত
আমি
বারংবার
পিছন ফিরে তাকাই
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment