Tuesday, September 29, 2015
লৌকিক
একটা গাছতলা তার শূন্যতা
ভরাট করার জন্য ছায়া বিছাচ্ছে
একটা রেলব্রিজ রহস্য গল্পের
তৃতীয় পরিচ্ছেদে থমকে আছে
একটা যাত্রীনিবাস
রাতের শেষ বাস ধরবে বলে বসে আছে
একটা রাস্তা বোঝার চেষ্টা করছে
সে যাচ্ছে নাকী আসছে
চুপ।
!
বালি দিয়ে ঘর বানিয়ে ছিলে দীঘাতে গতবার।
শর্ষেক্ষেতের ভিতর দাঁড়িয়ে ছবি তুলেছিলে।
দার্জিলিং -এর বরফ ছোঁড়াছুড়ি বাদ যায়নি ক্যামেরা থেকে।
অথচ মেয়ের জন্য একটা ইংলিশ টিচার খুঁজে পেলে না!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment