• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Tuesday, September 29, 2015

মলয় রায়চৌধুরী

কবিতা যোনির মতো

উজাড় জঙ্গলের ফেলে-যাওয়া কান্নায়
কবিতা বিশ্লেষণ করে টের পাই
যিনি লিখেছেন কবিতা তাঁরই
ব্র্যাণ্ডেড যোনির মতো
ইনফিডেল আলোচক আমি
সারা গায়ে ফুলের আড়তের ঝিমোনো হলুদ মেখে
ফোঁকা চুরুটের রক্তমাখা অবশেষ কার্পেট থেকে তুলে
টাকা গোনবার যন্ত্রে নিজের ফরফরে হিদেনত্ব মাপি
কবরের তলা থেকে ডাক আসে
গ্যাসে নীল সিলভিয়া প্লাথের বিমূর্ত উন্মাদ যোনি
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
স্বীকৃতিমূলক যোনি অ্যানে সেক্সটন গোলাপি পরাগমাখা
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
অ্যামি লাওয়েলের ছোট্টো ব্রিটেনের ইমেজিস্ট যোনি
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
মারিয়ান ম্যূরের আধুনিকবাদী যোনি
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
ফিশ অ্যান্ড চিপসের ধ্রুপদি ব্রিটিশ যোনি এমিলি ব্রন্টের
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
ক্রিস্টিনা রসেটির ইতালি-বিলেতি  পাস্তা যোনি
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
অ্যালিস টোকলাস যোনি শ্যাম্পেনে গারট্রুড স্টিন
ওনার কবিতাগুলো ওনার যোনির মতো
যে রহস্য  আমার মতন লুচ্চা-লাফাঙ্গার নেশাড়ু মগজে ঘাই মারে
কোনো আলোচক আর সেসব বোঝে না
কেন যে তারুণ্যে স্বমেহন করিনি এনাদের বিশ্বজয়ী যোনির কথা ভেবে
ভুগতে পারলুম না  হায় ওনাদের কামড়ের জলাতঙ্কবিষে
কবিতা লেখার হাত খুলে যেতো
সিগারেট লাইটারের অলটার-ইকো ক্লিকে
আমার নোংরা কথা পাশ ফিরে শুনে তুমি বলে উঠলে
আর কোনো বাঙালি কবির শব যিশুবাদী গোরে গিয়েছে কি
দুপাশে দুহাত রেখে শোয়নাকো বাক্সবন্দী হয়ে কোনো যিশুবাদী কবি
এখন তো যত্তোসব টির‌্যানোসরাস রেক্স
শ্মশানফেরতদের ভোদকা কান্নায় ডোবা অন্ত্যমিল গান
মাটি-খড় দিয়ে তৈরি দেবীদের ট্রাকে তুলে আমিও চেল্লাই
যোনি মাই কি জয়
ঘুমের ওষুধ খেয়ে প্রতিরাতে
জলতল প্রবালের অজস্র নরম ঠোঁট দুঃস্বপ্নে এসে চেপে ধরে
পচা খড় পচা বাঁশ খুবলোনো ঠোঁট আর নাক



My Blogger Tricks

2 comments:

  1. মাটি-খড় দিয়ে তৈরী দেবীদের ট্রাকে তুলে আমিও চেল্লাই
    যোনি মাই কি জয়
    ঘুমের ওষুধ খেয়ে প্রতিরাতে
    জলতল প্রবালের অজস্র নরম ঠোঁট দুঃস্বপ্নে এসে চেপে ধরে
    পচা খড় পচা বাঁশ খুবলানো ঠোঁট আর নাক

    - মনে থাকবে

    ReplyDelete
    Replies
    1. যাক, তুই অন্তত মন্তব্য করার সাহস দেখালি । যোনি পড়েই সকলের হাত পকেটে ঢুকে গেছে রে ।

      Delete