উজাড়
জঙ্গলের ফেলে-যাওয়া কান্নায়
কবিতা
বিশ্লেষণ করে টের পাই
যিনি
লিখেছেন কবিতা তাঁরই
ব্র্যাণ্ডেড
যোনির মতো
ইনফিডেল আলোচক আমি
সারা গায়ে
ফুলের আড়তের ঝিমোনো হলুদ মেখে
ফোঁকা
চুরুটের রক্তমাখা অবশেষ কার্পেট থেকে তুলে
টাকা গোনবার যন্ত্রে নিজের ফরফরে হিদেনত্ব মাপি
কবরের তলা
থেকে ডাক আসে
গ্যাসে নীল
সিলভিয়া প্লাথের বিমূর্ত উন্মাদ যোনি
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
স্বীকৃতিমূলক
যোনি অ্যানে সেক্সটন গোলাপি পরাগমাখা
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
অ্যামি
লাওয়েলের ছোট্টো ব্রিটেনের ইমেজিস্ট যোনি
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
মারিয়ান
ম্যূরের আধুনিকবাদী যোনি
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
ফিশ অ্যান্ড
চিপসের ধ্রুপদি ব্রিটিশ যোনি এমিলি ব্রন্টের
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
ক্রিস্টিনা
রসেটির ইতালি-বিলেতি পাস্তা যোনি
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
অ্যালিস
টোকলাস যোনি শ্যাম্পেনে গারট্রুড স্টিন
ওনার
কবিতাগুলো ওনার যোনির মতো
যে রহস্য
আমার মতন লুচ্চা-লাফাঙ্গার নেশাড়ু মগজে ঘাই মারে
কোনো আলোচক
আর সেসব বোঝে না
কেন যে
তারুণ্যে স্বমেহন করিনি এনাদের বিশ্বজয়ী যোনির কথা ভেবে
ভুগতে
পারলুম না হায় ওনাদের
কামড়ের জলাতঙ্কবিষে
কবিতা লেখার
হাত খুলে যেতো
সিগারেট
লাইটারের অলটার-ইকো ক্লিকে
আমার নোংরা
কথা পাশ ফিরে শুনে তুমি বলে উঠলে
আর কোনো
বাঙালি কবির শব যিশুবাদী গোরে গিয়েছে কি
দুপাশে দুহাত রেখে শোয়নাকো বাক্সবন্দী হয়ে কোনো যিশুবাদী কবি
এখন তো
যত্তোসব টির্যানোসরাস রেক্স
শ্মশানফেরতদের
ভোদকা কান্নায় ডোবা অন্ত্যমিল গান
মাটি-খড়
দিয়ে তৈরি দেবীদের ট্রাকে তুলে আমিও চেল্লাই
যোনি মাই কি
জয়
ঘুমের ওষুধ
খেয়ে প্রতিরাতে
জলতল
প্রবালের অজস্র নরম ঠোঁট দুঃস্বপ্নে এসে চেপে ধরে
পচা খড় পচা
বাঁশ খুবলোনো ঠোঁট আর নাক
মাটি-খড় দিয়ে তৈরী দেবীদের ট্রাকে তুলে আমিও চেল্লাই
ReplyDeleteযোনি মাই কি জয়
ঘুমের ওষুধ খেয়ে প্রতিরাতে
জলতল প্রবালের অজস্র নরম ঠোঁট দুঃস্বপ্নে এসে চেপে ধরে
পচা খড় পচা বাঁশ খুবলানো ঠোঁট আর নাক
- মনে থাকবে
যাক, তুই অন্তত মন্তব্য করার সাহস দেখালি । যোনি পড়েই সকলের হাত পকেটে ঢুকে গেছে রে ।
Delete