Tuesday, September 29, 2015
ঝুরোকবিতা সিরিজ
(৩২)
হাটে হাঁড়ি ভেঙে জমজমাট মদনলাল লাল
ঘরের তালা খোলার চাবি তো আছে কিন্তু কোন্ রসাতলে
যতটা খেজুর ততটাই খেজুরে আলাপ
কেউ কি চায় তার বিষয় আশয় এভাবেই শূন্যমাঠ
মাধবীলতা হাঁটছে হেঁটে হেঁটেই যাচ্ছে হেঁটেই সে যায়
রাজধানী এক্সপ্রেসে জমে যায় জবরদস্ত গ্র্যান্ডসাম
(৩৩)
তাবড় অন্ধকারের চাতালে শুয়ে আছে রাত
যদিও বিদ্যুৎ ভুলতে পারে না তার আত্মাভিমান
আমি যখন এক হাত দু’ হাত মাপছি আমার হাত
নন্দপুর থানায় তখন কি কোনো মহড়া ছিল পাশবিকতার
ওরে আমার আদরের বোন দুর্গা কোথায় গেলি তুই এই রাতে
হরিণগুলো ছুটছে সমানেই ছুটছে
ল্যাংটো বাচ্চারা মারছে জোর তালি
স্মৃতিকথা এখনই এত তাড়াতাড়ি দাঁড়াও ব্রাদার আগে বাহাত্তুরে হই
(৩৪)
মার ঝাড়ু মার খেলায় আমি আছি হৈমন্তীর গ্রুপে
টাটকা পলাশ টগবগে চিংড়ি
বিনোদিনী আবার অনুশীলার সাপোর্টার
এই তো আমরা আমাদের হৃৎপিণ্ড ছুঁয়ে বলছি
কেউ ভাঙিনি কোনো সোনার সংসার
আলো নিয়ে যাইনি কোনো গুপ্ত পাড়ায়
হাওয়া বদলের রাত নতুন জামা নতুন পাজামা
যেদিকে সাদা দাঁত সেদিকেই বিস্ফোরণের চাপ
(৩৫)
বিনোদদা আর হামাগুড়ি নয় এই বিদায়বেলায়
ঘাসের নগ্নতায় কেউ কি রেখেছে তার চর্চিত গাল
সব কিছুই আপেক্ষিক কোনো ভালো লাগা মন্দ লাগা নেই
পুষ্ট মেঘ গর্ভিনী আকাশ
কুৎসিত পোকামাকড়ে ভরে যাচ্ছে ভালোমানুষের হাত
আমরা চুমু খাচ্ছি আর নোংরা জলে ভাসছে নবমিতার গা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment