Tuesday, September 29, 2015
শিল্পীর চোখ
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের থেকে
সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্পীর এই চোখ। ভূমন্ডলকে দেখা ছাড়াও শিল্পকর্মের সঠিক
গুণমানের সোপান তৈরি করতে সাহায্য করে এই চোখ। এর ব্যপ্তি বিশাল ... যার
দৃষ্টিশক্তি যত প্রখর, শিল্পী হিসাবে
সে সারা পৃথিবীতে তত সমাদৃত।
যখন ছোটবেলায় শিল্পচর্চা শুরু
করেছিলাম তখন মাস্টারমহাশয়রা বলতেন 'চোখই তৈরি করতে হবে' - এই কথার প্রকৃত
অর্থ তখন বুঝতাম না। সময়ের অভিজ্ঞতায় এখন
বুঝেছি,
নিজের কাজই হোক অথবা অন্যেরই হোক তা বুঝতে গেলে চোখকে
উপযুক্ত ভাবে তৈরি করতে হবে। কাজের গুণমান বিচার করতে গেলে অথবা ভুল ভ্রান্তি সঠিক
ভাবে নির্ণয় করার ক্ষেত্রে এই চোখই প্রধানতম অস্ত্র। চোখ যদি তৈরি না হয় তাহলে
কাজের ভিতর যে রস লুকিয়ে আছে তা উপলব্ধি করা যায় না ফলে ভাল কাজও তখন নিরর্থক ও
গুরুত্বহীন হয়ে পড়বে।
কোন জীব অথবা বস্তুকে যখন একজন
সাধারণ মানুষ দেখেন তখন তাঁর মধ্যে বিশেষ কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না অথবা
সেইসময়ে তাঁর যে অনুভূতি হয় তা ক্ষণস্থায়ী কিন্তু একজন রসিক শিল্পী যখন ওই একই
বস্তু অথবা জীবকে দেখেন তখ্ন তা সহজে মুছে
যায় না ... মনের ক্যামেরায় বন্দী হয়ে যায়। কোন শিল্পী কিভাবে দেখবেন, তাঁর দৃষ্টিশক্তির প্রখরতা কতখানি তা নির্ভর করে সেই
শিল্পীর দীর্ঘ অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার উপর। অতি সাধারণ বিষয়বস্তুকেও সুন্দরভাবে
উপস্থাপনা করার সুকৌশল যিনি অর্জন করতে পেরেছেন তিনিই তো আজ প্রথম সারির শিল্পী
হিসাবে সমাজে গণ্য।
আমার মনে হয় শিল্পী যখন থেকে সঠিক
ভাবে নিজের কাজের গুণমান নির্ণয় করতে পারবে তখনই শুরু হবে তাঁর উত্থান আর এই বিশেষ
কাজে যে সহযোগিতা করবে সে হলো এই 'চোখ'। আমি সঠিক শব্দটির উপর জোর দিচ্ছি কারণ নিজের কাজের ভুল
ভ্রান্তি যতক্ষণ পর্যন্ত নিজের চোখ ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি নিজেকে
প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই প্রতিযোগিতার বাজারে গুণমানের শ্রেষ্ঠত্ব প্রমাণ
করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই সবকিছুর জন্য তৈরি করতে হবে চোখকে - সঠিক ভাবে
দেখার জন্য প্রয়োজন অধ্যবসায়, কর্মদক্ষতা এবং
দীর্ঘ অভিজ্ঞতা।
তারক গড়াই
কলিকাতা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment