Tuesday, September 29, 2015
ভালোবাসার কবিতা
৩৪.
আমি
তো সারাজীবন দুটো চোখের জন্য
শার্সিচপল
দুটো চোখের জন্যই...
৩৫.
তুমি
দেখো যে আমি আর দেখিনা
কেউ
সারাজীবন দু রকম থাকেনা, একরকমও কি থাকে...
৩৬.
তুমি
হাসলে কিছু হয় না
কিছু
তো হয়েই যায়, না হাসলে আবার
৩৭.
রং
সামান্য উপায়, বর্ষাবিরতি মাখা মুখে জড়ানো এক তুমি
বারান্দা
কায়িক হয়, রং ধারণা হয় ওই দাঁড়িয়ে থাকায়
৩৮.
দীপু
আম্পায়ার ছিল, দীপুর আঙুল ছিল উদ্যত
তিন্নি
যে আমার, দীপু জানতো না
৩৯.
তফাৎ
যেমন সারাটা দিন, আয়ু কমে যাবে ততটা
জলোভার
হবে জলোভা যতটা তুমি বেশি দূরে থাকলে
৪০.
আলগোছে
কুয়াশা সরালে
নাকি
চুল
৪১.
ভাবছিলাম
কি যেন তুমি এলে
পোষাক
খুললে ফেলে দিলে আমাকেও খোলা খোলা
৪২.
পাশে
তুমি
ফেটে
পড়াও পাশে পাশে
৪৩.
তোমার
পিঠে হুকের গৎ আঁকা
আমি
চঞ্চল হে
৪৪.
নতা
এই চুমুর পর্যায়ে অস্ফূট প্রথম ওভার
খেলবো
না ছেড়ে দেবো?
৪৫.
তো, হঠাৎই স্তব্ধ
হল অস্তের টান
সরু
প্রদেশের কোমরে যদিও নিম্নচাপের আলো
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment