Tuesday, September 29, 2015
আমাদের কালো সাম্যগান
১৭
ঘটকবাড়ির দিকে তিন পায়ে খাড়া হয়ে আছ
ভোরের চৌহদ্দি, তার ভেতরে যে অম্লশূল
শুয়ে আছে, প্রস্তাব তাদের কানে পৌঁছতে পারেনি
ঘটা ঘটা বর্ষার রচনা
মুখস্থ করাই কাজ, অথচ পরীক্ষাহলে
শরতের মাদারি কা খেল
এসব ঢ্যামনামো দেখে বড়ো হচ্ছ
মানতাসার রাজ্যে তুমি আকাট বামন
দক্ষিণে তোমার মুখ
উত্তরে পশ্চিমে তুমি শুয়ে
দোদোমা ফাটাচ্ছে পুবে তোমার বন্ধুরা
১৮
ঋতুই এসেছে, নাকি জোব্বায় জড়ানো
বালিহাঁস, কলকাতার রাস্তাঘাটে
এসব দেখাচ্ছ, গলে যাওয়া আইসক্রিম
চেটে নিচ্ছ, গঙ্গার মুহূর্ত মনে পড়ে যাবে বলে
আমি ঢেকুর তুলিনি, কেলেঙ্কারি-দিনে
ছাতাও খুলিনি, ওগো সানস্ক্রিন সানস্ক্রিন
সাইকেলের আঁত নিয়ে প্রশ্ন ছিল
অনুপম কত রাস্তার ম্যাজিক নিয়ে
আমাদের কথাবার্তা থেমে গেছে
বেড়াল পেরিয়ে যাচ্ছে কালোদিন
আমাদের কালো সাম্যগান
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment