Tuesday, September 29, 2015
নৈঃশব্দ্যের দেবীকে
কোনো কোনো রাত
হাসাতে পারেনা একটুও,
পেলবতার ওপর
ফরাস বিছিয়ে বসলে
মনে হয়
কাঁসাইয়ের শরীর বেয়ে
কে যেন দাঁড়
বয়ে চলেছে,
ছলাৎ ছলাৎ
স্রোতের ওপর।
জীবনের দাওয়া
থেকে বহুদূর
দুনিয়ার বিশাল
কালিমাটুকু,
ঢেকে দিতে
পারেনা জোনাকির দল—
কোনো সহজিয়া সাধকের মত
ঝিঁঝিঁর ডাকে যে
অনাবিল নীরবতা আছে,
তাঁকেই আঁকড়ে
ধরি শেষমেশ—
বুকের ভেতর—মনের কোনোখানে
দানা বেঁধে
উঠেছে অশান্ত জোছনা,
মুছে ফেলার
আঁধার সাজাও—
নিরাকার
শূন্যতায় বিলীন হওয়ার জন্য
অস্তিত্ব
ধুঁকেছে যুগ যুগ ধরে,
কেউ হাত
বাড়ায়নি,
কারোর দিকে হাত
বাড়াতে পারোনি
যতক্ষণ না
নৈঃশব্দ্যের দেবী তাকিয়েছে ... গভীর।
Subscribe to:
Post Comments (Atom)
Asadharan
ReplyDelete