প্রজারা
Tuesday, September 29, 2015
দুটি কবিতা
চলো ইক্ষুক্ষেতের পাশে বসি
আলোচনা বন্ধ থাকুক
চলো , ইক্ষুক্ষেতের পাশে বসি
কত ছায়া ভেসে ওঠে বাতাসে ভেসে যায় স্বর
আমাদের বিকেলের জ্বর অন্ধকারে শয্যা পেতে রাখে
পরস্পর কেঁপে উঠি
যদিও মায়াগান গেয়ে ওঠে রাত্রির পাড়া
হাঁস হয়ে উড়ে যায় অলৌকিক সিনেমার মেয়েরা
এইসব দৃশ্য থেকে নিজেদের বিষয় আশয় চিনে নিই
আর শূন্যতার হ্রদে স্নান সারা হলে
এই মাঠে আমাদের পুরাতন সম্পর্কগুলি খুঁজি
ইক্ষুক্ষেতে কারা এত ডাকে ?
রাজনীতির শেয়ালেরা ক্রমশ হিংস্র হয়ে ওঠে
কাকপক্ষীরাও আলো-আঁধারির সংস্কৃতির ভেতরে ডুবে যায়
আমরা চুপচাপ নীরব বন্ধুত্বে জেগে থাকি
অবিশ্বাস আর আতঙ্কের রাতের চাঁদ দেখি
প্রজারা
সব প্রজারা প্রজাপতি হয়ে উড়ছে
রাজা নীল মেঘ , তার সহচরী
আশ্বিন মাস
শান্ত দিঘির পাড়ে রোদ্দুরের নিবেদন
আলো ফেলেছে , কী সুন্দর বাঁশি
সব মনের বাতায়ন খুলে ডাকছে শিউলি
প্রেম যে এপথেই ডাকে , সতর্কতা কখনো মানে না
উৎসবের ঘ্রাণ পায় , বিকেলে বেড়াতে বেরোয়
নদীতে বাগানে পাহাড়ে ভ্রমণ
এসময় আদ্র হয়ে উঠি
হ্রদের নীচে মর্মর কল্লোল
অদৃশ্য দাঁতের হাসি দ্যুতিময়
পাহারা ভেদ করে ছুটে আসে
প্রজারা উচ্ছ্বাসের শিহরন পায়
জলে নামে আর জলের উপর মনকে ভাসায়
Subscribe to:
Post Comments (Atom)
সময়ের নিরন্তর অভিঘাতে আমাদের জীবনও পোস্ট মদার্ন হয়ে যায়। মানুষ প্রাণীতে পরিণত হয়। চরিত্র বদলায়। নিঃস্নঙ্গ জীবন হাহাকার তোলে। এই প্রশ্রয়ে কবিতা দুটি রচিত।
ReplyDelete