Tuesday, September 29, 2015
ক্ষত
একটা উপুড় করা স্বপ্ন
তার আবছা গায়ে শুশ্রূষা খড়কুটো
ক্ষমাহীন ঘুম
জমিয়ে রাখছে গল্পের নীলধুলো
দৃশ্যের বাঁধনগিঁট আলগা
হলেও
এত দাগ বলাৎকার
পরাজয় মিথ্যে উল্লাসগন্ধ
অথবা হাততালি
জামার ভেতরে কিছু চাবুকের
ক্ষত
প্রয়াস
কিছু করতে হবে ...
ভেবে
টেবিলের সান্নিধ্যে এসে
সূর্যাস্ত নিভিয়ে রাখছি
উদাসী আঙুলে অস্থির
লিপিগন্ধ
স্তব হয়ে আছে
তবু নীরবতা মোহ
কথাগাছ , অলস নির্জন
ঘুম হ্রিং
ক্রিং ফট স্বাহা...
উড়ে যাক
অপরিহার্য এই নিরুদ্দেশ ভেঙে
আমাকে ঝাঁঝরা করো শব্দের বুলেট ।
গাণিতিক
f
(শব্দ ) = কথা
নীরবতা > ভাষা
f
(স্পেস ) = ভাবনা। ( নৈর্ব্যক্তিক নয়)
যন্ত্রনা শুধু শব্দের
অনুলিপি নয়
ঠোঁটে হাসি বাবুল। সুপ্রিয়
তাহলে প্রমাণ কর; কবিতার
নীরবতা = ব্যক্তিগত মুদ্রাদোষ নয় ।
Subscribe to:
Post Comments (Atom)
অন্যরকম প্রবণতার কবিতা
ReplyDelete