Tuesday, September 29, 2015
বাড়ি ফেরার দিকে
১
মাটির সরায় আঁকা দেবীমুখ
সাদা জমি, চোখ ফোটানোর রং লাল
এই নদীখাল মজা –
পানাস্তন্ধ চৈত্র দুপুরের পথ হালকা বালি
টেনে নিচ্ছে নামে ঠাসা দেয়াল ও সামান্য ছাদে
আস্তানা শব্দটার মোহ – নীচে কেন ছাই দেখছি?
ভাঙা শাঁখার টুকরোর নাম কি বাড়ি ফেরা?
২
এভাবে উশকে ওঠা গলি
স্তব্ধ পড়ে থাকাগুলো – জামরুলের ফ্যাকাশে
থেঁতলে দিয়ে যে মিনার গড়ে উঠল
সেই তো বিকেল –
বাড়ি ফেরা মানে কিছু প্লাস্টার না করা দেয়াল
খয়েরি ছোপ লাগা সাদা পালকের আঁশটে
আমি কেন বারবার নিজের কথা শুনতে চাইছি
কেন বারবার হাসি দিয়ে ঢেকে দিচ্ছি রুমাল?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment